ইতালির ডানপন্ত্রী সরকার এমন একটি বিলে সমর্থন দিয়েছে, যেটি ল্যাবে তৈরি মাংসসহ কৃত্রিম খাদ্য নিষিদ্ধ করবে। ইতালীয় খাবারের ঐতিহ্য ও স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন পাস হওয়ার পর তা ভঙ্গ করা হলে সর্বোচ্চ ৫৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। খবর বিবিসি।
কৃত্রিম খাবারের বিপরীতে গিয়ে প্রাকৃতিক খাদ্য রক্ষার সমর্থনে কয়েকটি কোম্পানি পাঁচ মিলিয়নের মতো সই সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এতে সই করেছেন।
গেল মঙ্গলবার মন্ত্রীরা বিলে অনুমোদন দেন। প্রাণী না মেরে প্রাণীকোষ থেকে উৎপাদিত কৃত্রিম খাদ্য নিষিদ্ধ করতেই এই বিলটি আনা হয়েছে। ল্যাবে উৎপাদিত মাছ ও কৃত্রিম দুধও এই বিলের আওতায় পড়বে।
গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সতর্কভাবে এক মূল্যায়নের মানুষের খাবারের জন্য কোষ থেকে উৎপাদিত মুরগিতে অনুমোদন দেয়।
২০২০ সালে সিঙ্গাপুর ল্যাবে তৈরি মুরগির মাংস নাগেটে ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
আরএইচ