ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাবে নির্বাচনের তারিখ ঠিক করে দিল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
পাঞ্জাবে নির্বাচনের তারিখ ঠিক করে দিল সুপ্রিম কোর্ট

পাকিস্তানের দুই প্রদেশের নির্বাচনে বিলম্ব করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত সরকারকে ১৪ মে পাঞ্জাবের ভোট আয়োজনের নির্দেশ দিয়েছে।

 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে থাকা বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক পিটিশন দাখিলের পর এই রায় এলো।  

ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচন কমিশনের নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। নির্বাচন কমিশন চেয়েছিল পাঞ্জাবে ৩০ এপ্রিলের নির্বাচন ৮ অক্টোবর করবে।

পিটিআই জানুয়ারিতে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের পরিষদ ভেঙে দেয় এবং দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে থাকে।  

সুপ্রিম কোর্ট বলেছে, পাকিস্তানের নির্বাচন কমিশন নির্বাচনে বিলম্ব করে এখতিয়ার অতিক্রম করেছে। সংবিধান নির্বাচন কমিশনকে নির্বাচন পেছানোর ক্ষমতা দেয়নি।  
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।