ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জাতিসংঘের আফগান নারী কর্মীদের কাজ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এবার জাতিসংঘের আফগান নারী কর্মীদের কাজ নিষিদ্ধ

জাতিসংঘের আফগান নারী কর্মীদের আফগানিস্তানে কাজ করা নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালিবান। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘ বলেছে, এ বিষয়ে লিখিত না বললেও তালেবান গোষ্ঠী মৌখিকভাবে জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা নারীদের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বাধা সৃষ্টি করছে।

নারীদের বিরুদ্ধে নেওয়া নতুন এই পদক্ষেপকে জাতিসংঘ ‘অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে অকল্পনীয়’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে সহায়তা সংস্থাগুলোর কাজ করার ক্ষমতাকে হ্রাস করতে এটি সর্বশেষ ঘটনা।

আফগানিস্তানের ২৩ মিলিয়ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করছে জাতিসংঘ। নারী কর্মীরা অন-দ্য-গ্রাউন্ড সাহায্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এ বিষয়ে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তালেবান প্রশাসন এবং আফগান তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি বলে জানিয়েছে আল জাজিরা।

ক্ষমতা দখলের পর তালেবান গোষ্ঠী নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। যার মধ্যে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করা থেকে বেশিরভাগ বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করার মতো পদক্ষেপও রয়েছে।

এছাড়া দেশটির বেশিরভাগ নারী এনজিও কর্মীকে কাজ করা থেকে বিরত রেখেছে তালেবানরা।

সূত্র- বিবিসি, আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।