ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১১ সালের পর এই প্রথম সৌদি আরব সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
২০১১ সালের পর এই প্রথম সৌদি আরব সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফরে গিয়েছেন। দামেস্ক ও রিয়াদের মধ্যকার সম্পর্ক বাড়তে শুরু করেছে।

একইসঙ্গে দুই আরব দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারেরও সম্ভাবনা তৈরি হয়েছে।  

বুধবার মেকদাদ জেদ্দায় যান। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে তার এই সফর। সৌদি ও সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে।  

দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সংকট নিয়ে আলোচনা করবেন যাতে দেশটিতে একতা, নিরাপত্তা ও স্থিতি বজায় রাখা যায়। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটিই বলেছে।  

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার শরণার্থীদের নিজভূমে ফেরানোর প্রক্রিয়া সহজ করার বিষয়ে তারা আলোচনা করবেন। একইসঙ্গে সিরিয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে মানবিক প্রবেশাধিকার নিশ্চিতেও কথা বলবেন।  

২০১১ সালের পর এই প্রথম সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফর। ওই বছর সিরিয়া যুদ্ধ শুরু হয়। সৌদি আরব সিরিয়ার বিরোধীদের সমর্থন করেছিল।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।