ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ১২ সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

নিহতদের সবাই কারাগারটিতে বন্দি ছিলেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দক্ষিণ আমেরিকার এই দেশটির একটি কারাগারে দুইটি অপরাধী গোষ্ঠীর মধ্যে সহিংসতা ও প্রাণহানির এ ঘটনা ঘটে।  

শনিবার (১৫ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের লা পেনিটেনসিয়ারিয়া নামে পরিচিত ওই কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ইকুয়েডরের কারাগার বিষয়ক সংস্থা এসএনএআই শনিবার জানিয়েছে।

এসএনএআই সাংবাদিকদের জানিয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রসিকিউটর অফিস এবং পুলিশ মরদেহ শনাক্ত করার জন্য কারাগারে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।