ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে স্বাস্থ্য গবেষণাগার দখল, ‘মারাত্মক বিপজ্জনক’ বলছে ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সুদানে স্বাস্থ্য গবেষণাগার দখল, ‘মারাত্মক বিপজ্জনক’ বলছে ডব্লিউএইচও

সুদানে সংঘাতরত দুই পক্ষের একটি পক্ষ সেদেশের জাতীয় স্বাস্থ্য গবেষণাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। খার্তুমের এই গবেষণাগারে জৈবিক উপাদান রয়েছে।

একে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে।

সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যকার সংঘাত সুদানকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। পাশাপাশি এই সংঘাতব্যাপকভাবে সাহায্য-নির্ভর আফ্রিকান জাতিকে ইতিমধ্যেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।

এই সংঘাতের আগে জাতিসংঘের হিসাব দিয়েছিল যে, সুদানের এক তৃতীয়াংশ জনসংখ্যা বা ১৬ মিলিয়ন লোকের সহায়তা প্রয়োজন।

সুদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিমা সায়িদ আবিদ উদ্বেগ প্রকাশ করেছেন যে, একটি পক্ষ খার্তুমের কেন্দ্রীয় জনস্বাস্থ্য গবেষণাগার দখলে নিয়ে কর্মীদের বের করে দিয়েছে।  

তিনি পোর্ট সুদান থেকে জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে ভিডিওকলে যুক্ত হয়ে বলেন, এটি অত্যন্ত, অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে পোলিও, হাম ও কলেরা জীবাণু আলাদাভাবে রাখে আছে।

তিনিা আরও বলেন, একটি পক্ষের খার্তুমের কেন্দ্রীয় জনস্বাস্থ্য গবেষণাগার দখলের সঙ্গে বিশাল একটি জৈবিক ঝুঁকি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলছে, গবেষণাগার থেকে কর্মীদের বের করে দেওয়ার অর্থ হলো জৈবিক উপাদানগুলো উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা সম্ভব নয়।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।