ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় ‘অ্যালেক্স’ এর আঘাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ম্যানাগুয়া: গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যালেক্স এর আঘাতে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা, নিকারাগুয়া ও এল সালভাদরে অন্তত ১০ নিহত হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, আরো শক্তিশালী হয়ে ‘অ্যালেক্স’ মেক্সিকো উপসাগরে আঘাত হানতে পারে।

এর ফলে উপসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করার কাজ ব্যাহতও হতে পারে।

নিকারাগুয়ার সরকারি তথ্য মতে, এসতেলি শহরের স্যান লুকাস নদীর প্রবল স্রোতে ভেসে গেছে ৬ জন। ধারণা করা হচ্ছে, তাদের সবাই নিহত হয়েছে।

এদিকে, গুয়েতেমালার সরকারি বার্তাসংস্থা কনরেড জানায়, ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২ জন নিহত হয়েছে।

এল সালভাদরেও প্রবল স্রোতে দুই জন ভেসে গেছে। এছাড়া, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক জাতীয় ঘুর্ণিঝড় কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, ‘আজ সোমবারও এই ঝড়টি আঘাত হানতে পারে’। কেন্দ্র থেকে সতর্ক আরও বলা হয়, ইউকাতান উপদ্বীপ, মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও গুয়েতামালায় সোমবার সন্ধ্যা পর্যন্ত চার থেকে আট ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

গত মাসে আরেক গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আগাথা মধ্য আমেরিকায় আঘাত হানলে ২৭৫ জন নিহত অথবা নিখোঁজ হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৯ ঘণ্টা, ২৮ জুন, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।