ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যা-ভূমিধসে রুয়ান্ডা ও উগান্ডায় নিহত ১৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৪, ২০২৩
বন্যা-ভূমিধসে রুয়ান্ডা ও উগান্ডায় নিহত ১৩৫

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রুয়ান্ডায় কমপক্ষে ১২৯ জন এবং উগান্ডায় ছয়জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৩ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা বাড়িতে আটকে থাকা জীবিতদের উদ্ধারে কাজ করছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রুয়ান্ডা সম্প্রচার সংস্থার পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

রুয়ান্ডার ডেপুটি সরকারের মুখপাত্র অ্যালাইন মুকুরারিন্ডা বলেছেন, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৯-এ দাঁড়িয়েছে।

রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো বলেছেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে পৌঁছানো। যাতে করে আমরা আটকে পড়া যেকোনো ব্যক্তিকে উদ্ধার করতে পারি।

ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

হাবিতেগেকো বলেন, সেবায়া নদীতে ভাঙন শুরু হয়েছে। আগের দিনের বৃষ্টির কারণে ভূমিধস হয়। যার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পল কাগামে বলেছেন, সরকার অস্থায়ী স্থানান্তরসহ ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।

এদিকে রুয়ান্ডার প্রতিবেশী দেশ উগান্ডার দক্ষিণ-পশ্চিম কিসোরো জেলায় ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় রেড ক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন এক পরিবারের।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।