ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সার্বিয়ায় গুলিতে ৮ জন নিহতের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ৫, ২০২৩
সার্বিয়ায় গুলিতে ৮ জন নিহতের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার

সার্বিয়ায় গুলিতে আটজন নিহত ও ১৪ জন আহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

বেলগ্রেডের ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত একটি গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে এক বন্দুকধারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়য় বলছে, সন্দেহভাজন, যিনি ঘটনাস্থল থেকে পালিয়েছিলেন, অনেক খোঁজার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার বেলগ্রেডে একটি স্কুলে এক কিশোর বন্দুক দিয়ে গুলি করে নয়জনকে হত্যা করে।  

শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম বলেছে যে, ম্লাদেনোভাক ও দুবোনা গ্রামে যেখানে গুলির ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের বিশেষ ফোর্স কাজ করছে।  

ঘটনাস্থলের এক ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন বন্দুকধারীকে ধরতে। দুবোনার আশপাশে একটি হেলিকপ্টার, ড্রোন ও পুলিশের টহল রাখা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী এক তরুণ বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনা পার্কে পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কের পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে থাকেন।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ০৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।