ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনা অভিযানে ভারতের ২ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৫, ২০২৩
কাশ্মীরে সেনা অভিযানে ভারতের ২ সৈন্য নিহত

কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কথিত অভিযানে গিয়ে দুই ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

খবর আল জাজিরা।

হিমালয় অঞ্চলের রাজৌরি সেক্টরে গেল মাসে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে গুলি চালিয়ে পাঁচ সৈন্যকে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এরপর ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ওই অঞ্চলে কয়েকটি অভিযান চালিয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলছে, তাদের একটি অনুসন্ধানী দল পাথুরে ও খাড়া পাহাড়ের সঙ্গে ঘন গাছপালায় ঢাকা একটি স্থানে আটকে পড়া যোদ্ধাদের মুখোমুখি হয়।

 অস্ত্রধারীরা প্রতিশোধ হিসেবে একটি বিস্ফোরক ডিভাইস ছোড়ে। এতে দুইজনের প্রাণ গেছে। একজন কর্মকর্তাসহ মোট চারজন আহত হয়েছেন।
 
ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের মালিকানা দাবি করে। আংশিকভাবে দুই প্রতিবেশি দেশই অঞ্চলটিতে শাসন করে। ১৯৯০ এর দশক থেকে নয়াদিল্লির বিরুদ্ধে রক্তক্ষয়ী সশস্ত্র বিদ্রোহের স্থান হয়ে ওঠেছে এই কাশ্মীর।  

নয়াদিল্লি তার একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব কমাতে কয়েক দশক ধরে সংগ্রাম করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।