ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভাগনার সেনাদের আরও অস্ত্র দেবে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৮, ২০২৩
ভাগনার সেনাদের আরও অস্ত্র দেবে মস্কো

বাখমুতে লড়াইরত রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার সেনাদের আরও অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে মস্কো।

রোববার (৭ মে) ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ তথ্য জানিয়েছেন।

খবর ডয়চে ভেলে।

গত কয়েকমাস ধরে বাখমুতে ভাগনার সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের প্রবল লড়াই চলছে। সেখানে বহু ভাগনার সেনা নিহত হয়েছে। গত কয়েকদিন ধরেই ভাগনার প্রধান জানাচ্ছিলেন, তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে।

রাশিয়ার তাদের গোলাবারুদ না দিলে সেনাদের বাখমুত থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকিও দিয়েছিলেন তিনি।

প্রকাশ পাওয়া বেশ কয়েকটি ভিডিওবার্তায় ইয়েভজিন বলেছিলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর করে আছে। কিন্তু তাদের কোনো সাহায্য করছে না। গোলাবারুদের অভাবে তার সেনা সদস্যদের মৃত্যু হচ্ছে।

বাখমুত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। আগামী ১০ মে সেনা ফেরানো হবে বলে জানান তিনি। তারপরই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মস্কো।

প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাগনার সেনাদের সবরকম সাহায্য করা হবে। তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।