ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চে গেভারাকে আটক করা বলিভিয়ান জেনারেল মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
চে গেভারাকে আটক করা বলিভিয়ান জেনারেল মারা গেছেন

কমিউনিস্ট বিপ্লবী আর্নেস্তো চে গেভারাকে ১৯৬৭ সালে বলিভিয়ান যে জেনারেল আটক করেছিলেন, তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪।

 

সেই জেনারেলের নাম প্রাডো স্যালমন। তার ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। খবর আল জাজিরা।

ফেসবুকে ছেলে গ্যারি প্রাডো আরাউজ লেখেন, তিনি তার স্ত্রী সন্তানের সঙ্গে থাকতেন। তিনি আমাদের জন্য ভালোবাসা ও রেখে গিয়েছেন। তিনি দারুণ একজন ব্যক্তি ছিলেন।  

১৯৬৭ সালের ৮ অক্টোবর  দক্ষিণ বলিভিয়ায় টহলের দায়িত্বে ছিলেন। সে সময় তিনি আর্জেন্টাইন বিপ্লবীকে আটক করেন, যিনি সামরিক অভিযানে আহত হয়েছিলেন।  

যুক্তরাষ্ট্রের সমর্থনে এই সামরিক অভিযান চলে কমিউনিস্ট বিদ্রোহের বিরুদ্ধে। আটকের পরদিন বলিভিয়ার সামরিক বাহিনী গেভারার মৃত্যুদণ্ড কার্যকর করে।  

এপ্রিলের মাঝামাঝি থেকে প্রাডো স্যালমন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গেভারাকে আটকের পুরস্কার হিসেবে বলিভিয়ার পার্লামেন্ট প্রাডোকে জাতীয় বীরের মর্যাদা দেয়। ১৯৮১ সালে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হওয়ার পর প্রাডো প্যারালাইজড হয়ে যান। ১৯৮৮ সালে তিনি সামরিক বাহিনী থেকে অবসরে যান।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।