ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে খনিতে আগুন

নিহত শ্রমিকের স্ত্রীর চিৎকার ‘তুমি কোথায়, প্রিয়তম’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ৮, ২০২৩
নিহত শ্রমিকের স্ত্রীর চিৎকার ‘তুমি কোথায়, প্রিয়তম’

পেরুর দক্ষিণাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের একটি সোনার খনিতে আগুনে ২৭ শ্রমিক নিহত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।

কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

রোববার কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, শনিবার শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০০ মিটার নিচে কাজ করছিলেন। তখন শর্ট সার্কিটে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আরেকুইপা অঞ্চলে এসপারাঞ্জা ১ খনিতে পাহাড়ের পাশ দিয়ে অগ্নিশিখা ও ধোঁয়া উঠছে।

ঘটনার পর নিহতদের স্বজনরা ইয়ানাকুইহুয়া শহরে জমা হন তাদের প্রিয়জনের খবর শোনার জন্য।

মার্সেলিনা আগুইরে কুইসপে নামে এক নারীও সেখানে আসেন। ভুক্তভোগী শ্রমিকদের মধ্যে তার স্বামীও রয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তুমি কোথায়, প্রিয়তম, তুমি কোথায়?

পাবলিক প্রসিকিউটর জিওভানি ম্যাটোস চ্যানেলে এনকে বলেন, খনির ভেতর ২৭টি মরদেহ ছিল।

মরদেহ সরানোর আগে উদ্ধার দল খনিটিকে নিরাপদ করার চেষ্টা করছে। ম্যাটোস বলেন, যেখানে মরদেহগুলো রয়েছে, সেখানে যাওয়ার আগে সেই স্থান নিরাপদ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।