ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সেতু থেকে বাস পড়ে প্রাণ গেল ১৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
ভারতে সেতু থেকে বাস পড়ে প্রাণ গেল ১৫ জনের

ভারতে সেতু থেকে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন।

মঙ্গলবার (৯ মে) সকালে মধ্যপ্রদেশের খারগোন জেলার ডোঙ্গারগাঁও সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

খারগোনের পুলিশ সুপার (এসপি) ধরমবীর সিং বলেছেন, খারগোনে একটি সেতু থেকে বাস নিচে পড়ে ১৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্য সরকার। তাদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া গুরুতর আহতদের ৫০ হাজার ও যারা ছোটখাটো আহত হয়েছেন তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেবে মধ্যপ্রদেশ সরকার।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।