ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউটিউবে ভিউ পেতে ইচ্ছে করেই বিমান বিধ্বস্ত করেন এই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
ইউটিউবে ভিউ পেতে ইচ্ছে করেই বিমান বিধ্বস্ত করেন এই পাইলট

ইউটিউবে ভিউ পেতে এক ইউটিউবার ইচ্ছাকৃতভাবেই উড়োজাহাজ বিধ্বস্ত করেছিলেন। ২৯ বছর বয়সী এই ইউটিউবারের নাম ট্রেভর জ্যাকব।

 

২০২১ সালের ডিসেম্বরে জ্যাকব উড়োজাহাজ বিধ্বস্তের একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন এটি একটি দুর্ঘটনা। ভিডিওটি এ পর্যন্ত তিন মিলিয়ন ভিউ পেয়েছে।

জ্যাকব এক আবেদনে বলেন, তিনি ভিডিওটি ধারণ করেছিলেন একটি পণ্যের স্পন্সরশিপ চুক্তিতে।  

তার ২০ বছরের সাজা হতে পারে।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ বলেছে, ২৯ বছর বয়সী এই পাইলট ও স্কাইডাইভার দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।  
 
২০২১ সালের নভেম্বরে জ্যাকব ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি বিমানবন্দর ছাড়েই একটি সোলো ফ্লাইট নিয়ে। এতে তিনি ক্যামেরা সংযুক্ত করে নিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন প্যারাস্যুট ও একটি সেলফি স্টিক।

সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি অফিস বলছে, গন্তব্যে পৌঁছানোর ইচ্ছে তার ছিল না। বরং তিনি উড়োজাহাজ থেকে বের হতে চাচ্ছিলেন। তিনি প্যারাস্যুটে করে নেমে আসেন। উড়োজাহাজটি নেমে গিয়ে বিধ্বস্ত হয়।  

উড়োজাহাজটি ওড়ার ৩৫ মিনিট পর লস প্যাডরেস ন্যাশনাল ফরেস্টে বিধ্বস্ত হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ফুটেজ উদ্ধার করেন।   

ইউটিউবে অনেক দর্শকই বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মনে হয়েছে, জ্যাকব উড়োজাহাজটিকে অবতরণের চেষ্টা না করে আগেই প্যারাস্যুট পরে নিয়েছিলেন।

জ্যাকব বিধ্বস্তের বিষয়টি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে জানান। সেফটি বোর্ড বলছে, তিনি এর ধ্বংসাবশেষ রেখে দিয়েছিলেন।  

গেল বছর তার পাইলট লাইসেন্স বাতিল করা হয়।  

আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্যাকব আদালতে হাজির হবেন। তার আইনজীবী বিবিসির কাছে কোনো মন্তব্য করেননি।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।