ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে নতুন করে সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে নতুন করে সংঘর্ষ 

দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের বাহিনীর মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইয়েরেভান সূত্রে এই খবর জানিয়েছে আল জাজিরা।

বাকু ও ইয়েরভান কয়েক দশক ধরে সীমান্ত বিরোধে জড়িয়ে রয়েছে। এই বিরোধের কেন্দ্রে আছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল।  

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানে থাকে মূলত জাতিগত আর্মেনিয়ানরা।
 
ইয়েরেভানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার বলেছে, আজারবাইজানি সেনাবাহিনী রাষ্ট্রীয় সীমান্তের পশ্চিম অংশের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা চালকবিহীন বিমান ব্যবহার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আর্মেনিয়ার সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার সীমান্ত সংঘর্ষে আজারবাইজানের এক সৈন্য নিহত হন এবং আর্মেনিয়ার চার সৈন্য আহত হন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রোববার আলোচনায় বসবেন। এতে নেতৃত্ব দেবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।