ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ভোটের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান ছবি: সংগৃহীত

ভোটের আগে নামাজে ইমামতি করলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (১৩ মে) ইস্তাম্বুলের আইকনিক আয়া সোফিয়া মসজিদে তিনি এ ইমামতি করেন।

রোববার (১৪ মে) শক্তিশালী ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি রাজনৈতিক জীবনের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

অটোমান সুলতানরা যুদ্ধে যাওয়ার আগে নামাজে ইমামতি করতেন। সেই রীতি অনুযায়ী তিনি ইমামতিতে অংশ নেন। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটযুদ্ধে তিনি অংশ নেবেন।

এবারের নির্বাচনে এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কূটনীতিক কামাল কিলিকদারোগলো। তুরস্কের যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে ছয়টি দল জোটবদ্ধ হয়ে কামালকে মনোনয়ন দিয়েছে। এ দলগুলো এক হয়েছে এক লক্ষ্য নিয়ে— সেটি হলো ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।