ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১০

গাজনি: আফগানিস্তানের গাজনি প্রদেশের আন্দার অঞ্চলে একটি গাড়িতে তালিবান বাহিনীর বোমা হামলায় আজ সোমবার ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



গাজনি প্রদেশের পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ ইদ্রিস বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে শত্রু পক্ষ তালিবান সদস্যরা বোমা পুঁতে রেখেছিল। কিন্তু বোমাটি একটি গাড়িতে বিস্ফোরিত হয়। এতে ৮ বেসামরিক মানুষ নিহত হন। ’

উল্লেখ্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালিবান জঙ্গিদের ক্রসফায়ারের ঘটনায় আফগানিস্তানের বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। পশ্চিমা সমর্থনপুষ্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারকে উৎখাতের জন্য লড়াই করছে তালিবান বাহিনী।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।