ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিচারপতিদের বেতন রাষ্ট্রপতির চেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পাকিস্তানে বিচারপতিদের বেতন রাষ্ট্রপতির চেয়ে বেশি

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ফেডারেল সচিব ও সংসদ সদস্যদের চেয়ে বেশি।

দেশটির পাবলিক অ্যাকাউন্টস কমিটির জমা দেওয়া তথ্যের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

খবর এনডিটিভি

বেতন পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের প্রধান বিচারপতি প্রথম। দ্বিতীয়তে আছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। এরপর রাষ্ট্রপতি।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নূর খান জানান, পাকিস্তানের রাষ্ট্রপতির বেতন দেশীয় মুদ্রায় ৮ লাখ ৯৬ হাজার ৫৫০ রুপি।  প্রধানমন্ত্রী পান ২ লাখ ১ হাজার ৫৭৪ টাকা।

অন্যদিকে পাকিস্তানের প্রধান বিচারপতি বেতন পান ১৫ লাখ ২৭ হাজার ৩৯৯ দেশীয় রুপি।

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ১৪ লাখ ৭০ হাজার ৭১১ রুপি। ৩ লাখ ৩৮ হাজার ১২৫ রুপি পান ফেডারেল মন্ত্রীরা।

একজন সংসদ সদস্য বেতন পান এক লাখ ৮৮ হাজার পাকিস্তানি রুপি, যেখানে একজন গ্রেড ২২-এর কর্মকর্তা পান ৫ লাখ ৯১ হাজার ৪৭৫ রুপি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।