জি-৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে জোটটির নেতারা। বিবৃতিতে তারা রাশিয়ার অবৈধ, অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এতে বলা হয়েছে যে, বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের নেতারা মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছেন।
‘যতদিন সময় লাগুক না কেন, আমরা ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ’
‘আমরা রাশিয়া এবং মিত্র দেশগুলোর (যারা দেশটির যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করছে) ব্যয় বাড়ানোর জন্য আরও নিষেধাজ্ঞা এবং ব্যবস্থা আরোপ করছি। আমরা আমাদের প্রচেষ্টা করছি যাতে রাশিয়া আর বিশ্বের বিরুদ্ধে অস্ত্র তৈরি করতে সক্ষম না হয়। ’
বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তির জন্য ‘রাশিয়ান সেনাদের সম্পূর্ণ ও নিঃশর্ত প্রত্যাহার’ প্রয়োজন।
জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি জোট। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএইচএস