ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গ্যাসভর্তি ট্যাঙ্কলরি বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১০

করাচি: পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর হায়দারাবাদে গ্যাসভর্তি ট্যাঙ্কলরি বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি’র।

সরকারের মুখপাত্র জামিল সুম্রো মৃত্যুর খবর নিশ্চেত করে বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটি কোনো সন্ত্রাসী তৎপরতা নয়।

এছাড়া, হায়দারাবাদের পুলিশ প্রধান ফাইয়াজ লেঘারি বলেন, ‘শহরের টার্মিনালে ট্যাঙ্কলরিটি রাখার পর সেটি বিস্ফোরিত হয়। এটিকে দুঘর্টনা বলেই মনে হচ্ছে। আমরা একে সন্ত্রাসী তৎপরতা বলতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।