ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
ফ্রান্সে বন্দুক হামলায় নিহত ৩

ফ্রান্সে একটি গাড়িতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলা চালানো ওই গাড়িতে মোট পাঁচজন ছিলেন।

ঘটনার পর অজ্ঞাত হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেইতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা একটি নাইট ক্লাব থেকে বের হয়ে গাড়িতে উঠলেই তাদের ওপর গুলি চালানো হয়। হামলার শিকার ওই পাঁচজনের বয়সই ২০ এর মধ্যে।

পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, মার্সেইতে এ পর্যন্ত মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা এটা নিয়ে ২১ দাঁড়িয়েছে।

শহরে সাম্প্রতিককালে মাদক সহিংসতা বেড়েছে।

তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছে, নিহত পাঁচজনই পুলিশের কাছে পরিচিত ছিলেন। তারা একটি হাউজিং এস্টেটে বাস করতেন, যেখানে মাদক অপরাধ ব্যাপক।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।