ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে অভিযানে নাশকতাকারীরা পরাজিত: রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
সীমান্তে অভিযানে নাশকতাকারীরা পরাজিত: রাশিয়া 

বেলগোরদ অঞ্চলের যে বাসিন্দারা যুদ্ধের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছেন, তাদের এখনই বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে  রাশিয়া। খবর বিবিসি।

রুশ কর্মকর্তারা বলেন, নাশকতাকারীদের একটি দল ইউক্রেন থেকে এসেছে। সোমবার তারা সীমান্ত দিয়ে গ্র্যাভোরোনস্কি জেলায় হামলা চালিয়েছে।  

মস্কোর দাবি, তারা হামলায় সেই দলকে পরাজিত করেছে।

কিয়েভ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে বলছে, এই অনুপ্রবেশের পেছনে রয়েছে রাশিয়ার দুটি পার্লামেন্টারি গোষ্ঠীর নাগরিকেরা।

সংঘর্ষে কোনো প্রাণহানির খবর জানা যায়নি। তবে কিছু লোক আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ওই অঞ্চলের গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেন, যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

রাশিয়া এই ইস্যুতে সন্ত্রাসবাদের তদন্ত শুরু করেছে।

পরে টেলিগ্রামে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো রুশ বাহিনীর মাধ্যমে অবরুদ্ধ ও পরাজিত হয়েছে। ৭০ ইউক্রেনীয় সন্ত্রাসী নিহত হয়েছে। বাকিদের ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্লাদকভ বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতে ড্রোন ভূপাতিত করেছে। ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।