ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট দিলেন বর-কনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট দিলেন বর-কনে

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

বিয়ের সাজে এই নির্বাচনে ভোট দিলেন বর ও কনে। ২৩ বছর বয়সী ওজগে কোবান ও ২৪ বছর বয়সী ইসমাইল কোবান দুজসের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোটের দিন সেজেগুজে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে তারা ভোট দিতে আসেন।

আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধ্যার আগেই ফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে এরদোয়ান ও তার স্ত্রী উস্কুদারের সাফেত সেলেবি হাই স্কুল কেন্দ্রে তাদের ভোট দিয়েছেন। উস্কুদারের উপকণ্ঠের ভোটকেন্দ্রটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জনতা তাকে হাত নেড়ে স্বাগত জানায় এবং উচ্ছ্বাস প্রকাশ করে।  কামাল কিলিচদারোগলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন। আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনাদোলু হাই স্কুলে ভোট দেন।

প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।