ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে হামলার পরিকল্পনা সঙ্গে চালকবিহীন বিমান হামলা সম্পর্কিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
ইউরোপে হামলার পরিকল্পনা সঙ্গে চালকবিহীন বিমান হামলা সম্পর্কিত

লন্ডন: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় অব্যাহত মার্কিন চালকবিহীন বিমান হামলার সঙ্গে ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কিত। যুক্তরাষ্ট্রে ও পাকিস্তানি কূটনীতিক হোসেইন হাক্কানি বুধবার এ তথ্য জানিয়েছেন।



একইসঙ্গে আল-কায়েদার আরও হামলার পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

গোয়েন্দা সংস্থা ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করার পর জঙ্গি ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ওয়াজিস্তানে হামলার পরিমাণ বেড়ে যায়। রাষ্ট্রদূত হাক্কানি বিবিসিকে এ তথ্য জানান।

একইসঙ্গে সোমবার এ ধরনের একটি হামলায় পাঁচ জার্মান নাগরিকসহ আট জঙ্গি নিহত হওয়ার সঙ্গে ইউরোপের হামলা সম্পর্কিত বলেও মন্তব্য করেন তিনি।  

এসময় বিবিসিকে তিনি বলেন, ‘ইউরোপে সম্ভাব্য হামলা বিষয়ে সন্ত্রাসীদের হুমকির সঙ্গে উত্তর ওয়াজিরিস্তানের হামলা সম্পর্কিত। ’

তবে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানোসহ গোয়েন্দারা যেকেনো ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিবে বলেও অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা কাউকে আতঙ্কিত করতে চাইনা। আর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। কারণ ইউরোপিয়, পাকিস্তানি ও মার্কিন গোয়েন্দারা এ ধরনের পরিকল্পনা ব্যর্থ করতে যৌথভাবে কাজ করছে। ’

একইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে পাকিস্তান ঐক্যবদ্ধ উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘পাকিস্তান ও এর পাশ্ববর্তী এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের বিষয়ে পাকিস্তান উদ্বিগ্ন এবং তাদের নির্মূলে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

চলতি সপ্তাহে পাকিস্তানে চালকবিহীন বিমান হামলার পরিমাণ অনেক বেড়েছে। কর্তৃপক্ষের মতে ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এ ধরনের ২৪ টি হামলায় ১৪০ জনেরও বেশি নিহত হন।

পাকিস্তানের আল-কায়েদা দল ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিতে হামলার পরিকল্পনা করলেও প্রাথমিক অবস্থাতেই গোয়েন্দা সংস্থা তা ব্যর্থ করে দেয়।

এরমধ্যে প্যারিসের আইফেল টাওয়ার ও নট্রেডাম ক্যাথেড্রাল, বার্লিনের ব্রানডেনবার্গ গেইট, শহরের কেন্দ্র্রীয় রেলস্টেশন এবং আলেকজান্ডারপ্লাজ টিভি টাওয়ার হামলার লক্ষ্যবস্তু ছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন ফক্স নিউজ চ্যালেন এ তথ্য জানায়।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ