পর্নোতারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। তাকে এক ব্যতিক্রমী দণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। দেন। খবর রয়টার্সের
মামলায় আইন অনুযায়ী, ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারত। তবে শর্তহীন মুক্তি হলো এমন একটি দণ্ড, যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করা হলেও তার ওপর কোনো নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করা হয় না।
এমন দণ্ডের বিষয়ে বিচারক মারচান বলেন, ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া এই দণ্ড যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল। আদালত এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ওপর আইনগতভাবে হস্তক্ষেপ না করেই শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।
রায়ের সময় ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন ট্রাম্প।
শর্তহীন মুক্তি ঘোষণার আগে তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। নিউইয়র্ক ও এখানকার বিচার ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই মামলাটি আমার সুনাম ক্ষুণ্ন করে নির্বাচনে পরাজিত করার জন্য করা হয়েছে। ’
মামলার অভিযোগে বলা হয়, ট্রাম্পের সঙ্গে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দেন ট্রাম্প। তবে ঘুষের এই তথ্য তিনি তার ব্যবসায়িক নথিতে উল্লেখ করেননি। এ ঘটনায় গত বছরের মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
গত ৬ জানুয়ারি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এর আগেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করলো মার্কিন আদালত।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসএএইচ