ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিক্ষার জন্য ভারত ও চীনের সাথে লড়তে হবে- ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
শিক্ষার জন্য ভারত ও চীনের সাথে লড়তে হবে- ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভবিষ্যতে শিক্ষার জন্য আমাদের ভারত ও চীনের সঙ্গে লড়তে হবে। ’

কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারত ও চীন যখন শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ বাড়াচ্ছে, সেখানে আমাদের শিক্ষা বাজেটে কাটছাট করতে হচ্ছে।



হোয়াইট হাউসে কমিউনিটি কলেজসমূহের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেন।

এক সপ্তাহ পর তার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। খবর- এনডিটিভি-র।

প্রেসিডেন্ট ওবামা বক্তৃতায় বলেন, ‘চিন্তা করে দেখুন, শিক্ষা ক্ষেত্রে চীন বাজেট বরাদ্দ ২০ শতাংশের নিচে নামাচ্ছে না। ভারতও ২০ শতাংশের নিচে নামছে না। আমরা বাজেট কাটছাট করছি। তাহলে ভবিষ্যতে এ দেশগুলোর সাথেই আমাদের শিক্ষার জন্য লড়তে হবে। ’

তিনি বলেন, ‘গত সপ্তাহে অর্থনৈতিক পরিকল্পনা পাসের সময় রিপাবলিকান দলের নেতৃবৃন্দ শিক্ষাবাজেট থেকে ২০ শতাংশ বরাদ্দ কমিয়ে দেয়। কিন্তু, আমি এর সাথে দ্বিমত পোষণ করেছি। ’

তিনি বলেন, ‘শিক্ষা বাজেটে কাটছাট করার ফলে কমিউনিটি কলেজের ৮ মিলিয়ন শিক্ষার্থী তাদের শিক্ষা বরাদ্দ থেকে বঞ্চিত হবে। এর ফলে তারা কলেজ ত্যাগ করতে বাধ্য হবে। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ