ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬

মেমোরিয়াল ডে’র ছুটির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

মঙ্গলবার (৩০ মে) এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটটি রাজ্যের সমুদ্র সৈকত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোটর শো-তে এসব বন্দুক সহিংসতা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ ৬০ বছর বয়সী বৃদ্ধও ছিলেন।

এনবিসি বলছে, বন্দুক সহিংসতার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটি যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হয়েছে। সোমবার (২৯) সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, দুটি গ্রুপের মধ্যে সহিংসতা দেখা যায়। সহিংসতায় আহত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল।

পরে রাতে এক সংবাদ সম্মেলনে হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করা হয়েছে।

ছুটির শুরুতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।