ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দাদার রূপ নিয়েছেন উন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
দাদার রূপ নিয়েছেন উন

লন্ডন: দাদা কিম ইল-সুং এর চেহারার আদল ধারণ করতে উত্তর কোরিয়ার সাম্রাজ্যের উত্তরাধিকারী কিম জং-উন প্লাস্টিক সার্জারি করিয়েছেন। গত সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে উনের ছবি প্রকাশের পর দক্ষিণ কোরিয়ায় এ ধরণের গুজব ছড়িয়ে পড়ে।

দ্য ডেইলি টেলিগ্রাফ সংবাদপত্র এ কথা জানায়।

ছবিতে অডিটোরিয়াম ভর্তি মানুষের মধ্যে গোলগাল চেহারার, বিচলিত এ তরুণকে সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। উনকে ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সেনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও চার তারকা জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

কিমের ছোট ছেলে উন। প্রকাশিত ছবিতে উনের চেহারা, চিবুক এবং মুখের সঙ্গে তার দাদা সুং-এর চেহারার অনেক সাদৃশ্য রয়েছে। একইসঙ্গে বাবার পছন্দকে গুরুত্ব দিয়ে উন তার বাবার মত চুল কেটেছেন।

তবে আগের ছবিতে উনকে একজন হালকা পাতলা কিশোর হিসেবে দেখা গেছে। যেখানে তার দাদার সঙ্গে তার চেহারার কোনো মিল পাওয়া যায়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৯ ঘন্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ