ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

জাকার্তা: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে মঙ্গলবার ভারি বর্ষণ ও বন্যায় সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মুজিহার্তো বলেন, বুধবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ৬৮ তে পোঁছেছে।

আহত আরও ৯০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারে কিছু মানুষকে স্থানান্তর করা হয়েছে।

দুই হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের অপেক্ষা করছেন ।

এদিকে ত্রাণ ওষুধ ও তাবু নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বন্যা আক্রান্ত অঞ্চলে পৌঁছেছে। জাহাজে ১০ টনের বেশি ত্রাণ সামগ্রী রয়েছে। জাহাজে নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বাস্থ্য কর্মীও আছেন।

ভারী বৃষ্টিতে রাস্তা ও সেতু ভেঙ্গে যাওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। হাজার হাজার মানুষ তাদের বাড়ি হারিয়েছেন।

ওয়াইজর গ্রাম সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। এখানে মানুষ নিজেদের রক্ষা করতে পারেননি এবং কমপক্ষে
৩০ টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ