ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপোরিঝিয়ায় রাশিয়া-ইউক্রেনের ভারী লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
জাপোরিঝিয়ায় রাশিয়া-ইউক্রেনের ভারী লড়াই

দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়ান কর্মকর্তারা ও সামরিক ব্লগাররা বলছেন, সেখানে ভারী লড়াই হচ্ছে।

তারা বলেছেন, ট্যাঙ্ক, আর্টিলারি এবং ড্রোন নিয়ে ইউক্রেনীয় সেনারা ওরিখিভ শহরের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, শত্রুরা ‘সক্রিয় প্রতিরক্ষায়’ রয়েছে।

বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু হবে জাপোরিঝিয়া।

তারা যুক্তি দিয়েছেন, আজভ সাগরের দখল পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিয়েভ।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছিল যে, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। যদিও কিয়েভ এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।