ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বছর ঘুরতেই গাধা বাড়ছে এক লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
পাকিস্তানে বছর ঘুরতেই গাধা বাড়ছে এক লাখ ছবি: সংগৃহীত

পাকিস্তানে অব্যাহতভাবে বাড়ছে গাধার সংখ্যা। বছর ঘুরতেই এর সংখ্যা বাড়ছে একলাখ করে।

বর্তমানে গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) এ তথ্য প্রকাশ করেছে।

নতুন এ জরিপে দেখা গেছে, দেশটিতে গাধার সংখ্যা দ্রুত বাড়ছে। ২০১৯-২০ অর্থ বছরের তথ্যানুয়ায়ী এর সংখ্যা ছিল ৫৫ লাখ, পরের বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ। ২০২১-২২ অর্থ বছরে ৫৭ লাখ পরের বছর এক লাখ বেড়ে তা দাঁড়ায় ৫৮ লাখ।

বৃহস্পতিবার (৮ জুন) অর্থমন্ত্রী ইসহাক দারের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ , মহিষ ৪ কোটি ৫০ লাখ, ভেড়া ৩ কোটি ২৩ লাখ ও ছাগল ৮ কোটি ৪৭ লাখ।

ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটিতে গত চার বছরে উট, ঘোড়া ও খচ্চরের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। দেশটিতে উট ১১ লাখ, ঘোড়া ৪ লাখ ও ২ লাখ খচ্চর রয়েছে।

পাকিস্তানের কৃষিখাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গবাদিপশু। ২০২৩ অর্থবছরে জিডিপির ১৪ দশমিক ৩৬ শতাংশ আসে পশুসম্পদ খাত থেকে। স্থানীয় পর্যায়ে গবাদিপশু পালনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া কৃষিখাতকে এগিয়ে নিতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে পশুসম্পদ। কৃষিখাতের অগ্রগতির ৬২.৬৮ শতাংশ জোগান দিচ্ছে পশুসম্পদ।   

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।