ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোশাররফের মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ইসলামাবাদ: কাশ্মীরের পক্ষে লড়াই করার জন্য পাকিস্তান জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের এধরনের  মন্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।



পাকিস্তানের পররাষ্ট্র কর্মকর্তার মুখপাত্র আবদুল বাসিত বলেন, ‘এ ধরণের মন্তব্য করার জন্য মোশাররফকে কারা উসকে দিয়েছে তা আমি জানি না। আমি জানি না তিনি কি উদ্দেশ্যে এ ধরণের মন্তব্য করেছেন। ’
 
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বাসিত বলেন, ‘সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। তাবে তার ভিত্তিহীন এ মন্তব্য আমি জোরালো ভাবে প্রত্যাখ্যান করছি। ’

বাসিত অবশ্য জানান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিধি মতে কাশ্মীরের জনগণের দাবিকে পাকিস্তান সমর্থন করে।

এর আগে মোশাররফ বলেছিলেন, কাশ্মীরের পক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তান গোপনে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে।  

জার্মান ম্যাগাজিন ডার স্পাইসেলকে দেওয়া সাক্ষাতকারে মোশাররফ বলেন, গোপন জঙ্গি সংগঠন কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তান ওই সংগঠনকে মদদ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, অক্টোবর ০৬,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ