ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুন ১১, ২০২৩
নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে: প্রতিবেদন

রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করার নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তদন্তে উঠে এসেছে।

একটি পশ্চিমা দৈনিক খবর দিয়েছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের সম্ভাব্য হাত থাকার বিষয়টি বেলজিয়ামকে জানিয়েছে সিআইএ।

বেলজিয়ামের পত্রিকা ডে তিজদ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার বেলজিয়ান সমকক্ষ এডিআইভিকে বলেছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের হাত থাকতে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়টিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে স্থাপিত নর্ড স্ট্রিম ওয়ান ও নর্ড স্ট্রিম টু পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার জানিয়েছে, ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিআইএ এ তথ্য জানতে পেরেছে যে, ইউক্রেনের বিশেষ বাহিনীর ছয় সদস্য নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।