ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনে বন্দুকধারীদের গুলিতে কিশোর নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
সুইডেনে বন্দুকধারীদের গুলিতে কিশোর নিহত, আহত ৩ ছবি: সংগৃহীত

সুইডেনের স্টকহোমে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ১৫ বছরের এক কিশোর নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) এ হামলার ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে দেশটির পুলিশ জানিয়েছে, কি উদ্দেশে এ হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সন্ধ্যার দিকে দক্ষিণ স্টকহোমের একটি স্কোয়ারের কাছে গুলি চালানোর খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে দেখতে পান। কাছাকাছি আরও দুজনকে আহত অবস্থায় পান।

অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আহত অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

স্টকহোম পুলিশের মুখপাত্র টো হ্যাগ এএফপিকে জানিয়েছেন, ঘটনাস্থলে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ গুলির ঘটনায় ১৫ বছরের আরও এক কিশোর, ৪৫ বছরের এক পুরুষ ও ৬৫ বছরের এক নারী আহত হয়েছে।

তারা আরও জানিয়েছে, গুলির ঘটনার এক ঘণ্টার মধ্যে স্টকহোমের দক্ষিণে একটি গাড়ি ধাওয়া করে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ড ও এর উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে।

গত শুক্রবার স্টকহোম এলাকায় দুটি পৃথক গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সুইডেন সম্প্রতি গুলি এবং বোমা হামলার ঘটনা বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব হামলার ইন্ধনে কাজ করছে মাদক কারবার।

দেশটির পুলিশের তথ্যানুসারে, দেশটি ২০২২ সালে ৩৯১টি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে ৬২টি মারাত্মক। যা আগের বছরের চেয়ে ৪৫টি বেশি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।