ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরকীয়ায় জড়ালে থাকবে না চাকরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পরকীয়ায় জড়ালে থাকবে না চাকরি

বিয়ে করার পরে স্ত্রী বা স্বামী ছাড়া অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ালে চাকরি হারাতে হবে। শুধু তাই নয় একের অধিক স্ত্রী রাখা কিংবা ডিভোর্স দিলেও এ শাস্তির মুখোমুখি হতে হবে।

গত ৯ জুন চীনের ঝেজিয়াং প্রদেশের একটি বেসরকারি সংস্থা তাদের কর্মীদের জন্য এমন নির্দেশিকা জারি করেছে। এ কথা জানিয়েছে চীনের জনপ্রিয় একটি গণমাধ্যম।

গণমাধ্যমটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তাকে উদ্ধৃত করে জানায়, সংস্থাটির পক্ষ থেকে কর্মীদের চারটি বিষয়ে না জড়ানোর ‘পরামর্শ’ দেওয়া হয়েছে। সেগুলি হল পরকীয়ায় না জড়ানো, উপপত্নী না রাখা, বিবাহ বহির্ভূত সম্পর্ক না রাখা এবং স্ত্রীকে ডিভোর্স না দেওয়া।

ওই সংস্থাটি মনে করে, কর্পোরেট সংস্কৃতিতে পরিবারের প্রতি দায়বদ্ধও থাকা উচিত। সে ক্ষেত্রে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সুস্থ পরিবেশ বজায় থাকবে। আর তাই এই পদক্ষেপ নিয়েছে তারা।

নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক কর্মী গণমাধ্যমটিকে জানিয়েছেন, পরিবারে সুখ-শান্তি থাকলে কর্মক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়বে। এতে কর্মীরা কাজে অধিক মনোযোগী হতে পারবেন। তাই সংস্থাটি চায়, তাদের সব কর্মী পরিবার নিয়ে সুখে থাকুক।

তবে এমন নির্দেশিকা নিয়ে সংস্থার ভেতরে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টিকে অনেকে ইতিবাচক ভাবে নিলেও অনেক এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সমালোচকেরা বলছেন, চীনের শ্রমিক আইনে যে যে শর্তে ছাঁটাই করার কথা বলা হয়েছে, তার মধ্যে এই বিষয়গুলো নেই। তাই অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করার দাবি তুলেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।