যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ শেষে তিনি উপস্থিতদের উদ্দেশে ভাষণ দেন তিনি।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।
এই শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে ছিলেন গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসও।
তবে তাদের দুজনকেই বেশ বিমর্ষ ও মনমরা দেখাচ্ছিল। শপথ পরবর্তী ভাষণে বাইডেন প্রশাসনের নীতি ও নানা পদক্ষেপের সমালোচনা করেন ট্রাম্প।
ট্রাম্প তার ভাষণে বাইডেন প্রশাসন এবং অভিবাসী সংকট মোকাবিলায় তাদের পদক্ষেপের সমালোচনা করেন।
তিনি জানান, দেশের সংকটগুলো শেষ করা হবে। যুক্তরাষ্ট্র এমন এক সমস্যার সম্মুখীন, যেখানে জনগণ সরকারকে বিশ্বাস করে না। কারণ, সরকারকে চরমপন্থী ও দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখা হয়।
ট্রাম্প বলেন, আগের প্রশাসন বিপজ্জনক অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয় ও সুরক্ষা দিয়েছে, যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছে।
তিনি দাবি করেন, আগের প্রশাসন অন্য দেশের সীমান্তের প্রতিরক্ষায় বহু অর্থ দিয়েছে, কিন্তু আমেরিকার সীমান্ত রক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ