ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফোনালাপ ফাঁসের জেরে পদচ্যুত হচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ২৯, ২০২৫
ফোনালাপ ফাঁসের জেরে পদচ্যুত হচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী  পেতংতার্ন সিনাওয়াত্রা

ফাঁস হওয়া এক ফোনালাপের ঘটনায় থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করার পক্ষে রায় দিয়েছেন দেশটির আদালত।

সাংবিধানিক আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, তার বিতর্কিত ফোনালাপ নৈতিক লঙ্ঘনের সমান।

কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে সীমান্ত বিরোধ মেটাতে করা সেই আলাপে পেতংতার্নকে সেনাবাহিনীকে সমালোচনা ও প্রতিপক্ষকে তুষ্ট করার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি ফাঁস হয়ে গেলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

তিনি পরে ক্ষমা চেয়ে বলেন, এটি ছিল “আলোচনার কৌশল। ” তবে ক্ষুব্ধ সেনেটররা তার পদত্যাগ দাবি করে আদালতে আবেদন করেন।

থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রাকে সরানো থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারটির জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।  

২০০৮ সালের পর এ নিয়ে পঞ্চমবার আদালতের রায়ে কোনো প্রধানমন্ত্রী পদ হারালেন, যা দেশটিকে আবারও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।