ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইরান বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
রাশিয়া-ইরান বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে

ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন রাশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বা টিপিপিআরএফের প্রধান সের্গেই ক্যাটিরিন।

তিনি বলেছেন, বিগত বছরে ইরান-রাশিয়া বাণিজ্যের পরিমাণ ৪৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

যা ২০২১ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।

ক্যাটিরিন বলেন, রাশিয়া ইরানের সঙ্গে বার্ষিক বাণিজ্য বর্তমানের দশগুণ বাড়িয়ে চার হাজার কোটি ডলারে উন্নীত করতে চায়।

রাশিয়ার চেম্বার অব কমার্সের প্রধান বলেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ইরানের বাজারের সংযোগ ঘটিয়ে দেওয়ার লক্ষ্যে রাশিয়ার কোম্পানিগুলো ইরানের বাজারে প্রবেশ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, কৃষি, প্রযুক্তি, জ্বালানি, প্রকৌশলবিদ্যা, টেক্সটাইল ও পর্যটন ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে চান রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

তারা ইরানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করতেও আগ্রহী বলে জানান সের্গেই ক্যাটিরিন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।