অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এলি নামে এক অবৈধ বসতির পাশে দুই বন্দুকধারীর গুলিতে চার ইসরায়েলি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
মঙ্গলবারের ওই হামলায় চারজনের নিহত হওয়ার পাশাপাশি চারজন আহতও হয়েছেন। মেগান ডেভিড আদম ইমার্জেন্সি সার্ভিস এক বিবৃতিতে কথা জানিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২ খবরে জানিয়েছে, দুই বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন। আরেকজনকে ইসরায়েলি বাহিনী খুঁজছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
আল জাজিরার সংবাদদাতা ইমরান খান জেরুজালেম থেকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামাল্লাহ ও নাবলুসের মধ্যে এলি বসতির প্রবেশপথের কাছে একটি গ্যাস স্টেশনে সন্দেহভাজনরা গুলি ছোড়ে।
তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা আলোচনার আহ্বান জানিয়েছেন। তার ডানপন্থী মিত্ররা পশ্চিম তীরে বড় আকারের অভিযানের আহ্বান জানিয়েছে।
আগের দিন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর নয় ঘণ্টার অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হন। এতে আহত হন ৯১ জন। সেই হামলার পরদিনই এই ঘটনা ঘটল।
অবরুদ্ধ গাজা উপত্যকা শাসনকারী গোষ্ঠী হামাসের মুখপাত্র হাজেম কাসেম মঙ্গলবারের গুলিবর্ষণের ঘটনাকে জেনিনে এবং অন্যত্র (ইসরায়েলের) দখলদারিত্বের অপরাধের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আরএইচ