ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে তারকাদের জমায়েত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে তারকাদের জমায়েত

বুসান: দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে এশিয়ার সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে হলিউড, বলিউড ও চীনের তারকা অভিনেতা ও নির্মাতারা বৃহস্পতিবার দুপুরেই জড়ো হচ্ছেন।

বুসানের মনোরম হায়েউনদায়ে সমুদ্র সৈকতে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাধারণ মানুষ যাতে উৎসবে তারকাদের সান্নিধ্য পায় সে-ব্যবস্থা রাখা হয়েছে।

দণি কোরিয়ার হার্টথ্রব ওন বিন, মার্কিন অভিনেতা উইলেম ডিফো, বলিউডের ঐশ্বরিয়া রাই, অস্কার জয়ী মার্কিন পরিচালক অলিভার স্টোন ও ফরাসী অভিনেত্রী জুলিয়েট বিনোশে এতে উপস্থিত থাকবেন বলে সংগঠকরা জানিয়েছেন।

উৎসবের নির্বাহী কর্মকর্তা কিম জি-সেওক বলেন, ‘প্রতি বছর চীনের সিনেমাগুলোয় উৎসবের বড় অংশ জুড়ে থাকে। ’

চলতি বছর চীনের পরিচালক ঝাং ইমোউ-এর ‘আন্ডার দ্য হথোর্ন ট্রি’। ছবির প্রেমের গল্পটি কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের পটভূমি নিয়ে।

কিম বলেন, ‘আমার মনে হয়, এশীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে চীনের ছবির ও এশীয় জাতিগুলোর যৌথ প্রযোজিত ছবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ’

উৎসবের পর্দা পড়বে আগামী ১৫ অক্টোবর। শেষ দিনে দেখানো হবে ‘ক্যামেলিয়া’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন থাইল্যান্ডের উইসিত সাসানাতিয়েং, জাপানের ইসাও ইউকিসাদা ও দণি কোরিয়ার জ্যাং জুন- হোয়ান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ