ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলাম-বিরোধী অভিযানে তাজিকিস্তানে ৩৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
ইসলাম-বিরোধী অভিযানে তাজিকিস্তানে ৩৪ সেনা নিহত

দুশানবে: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে পৃথক দুটি ঘটনায় ৩৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। মুসলিম জঙ্গিদের  বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

সেনা সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

সম্ভাব্য জঙ্গি হামলায় একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৮ জন সেনা নিহত হন। সেনা সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ বিষয়টি নিশ্চিত করে। তবে সরকারি বিবৃতিতে দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা সূত্র জানান, বুধবার সকালে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এর আর একজন যাত্রীও বেঁচে নেই। ’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র এ দুর্ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতার আশঙ্কার উল্লেখ করে বলেন, ‘জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত রাশত উপত্যকা থেকে তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ’

কিন্তু বৈদ্যুতিক তারের সঙ্গে সংঘর্ষের পর হেলিকপ্টারটি নদীতে বিধ্বস্ত হয় বলে সরকারি বিবৃতিতে বলা হয়।

সেনা অভিযানের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেবা কর্মীদের রাজধানী দুশানবে থেকে রাশত উপত্যকায় নিয়ে যাচ্ছিল।

একইসময়ে বুধবার রাতে দুর্ঘটনাবশত একটি খনিতে বিস্ফোরণের ঘটনায় আরও ছয় সেনা নিহত হন। সেনা সূত্রে এ তথ্য জানা যায়।

রাশত উপত্যকার দুর্ঘটনায় আরও অন্তত ১০ কর্মকর্তা আহত হয়েছেন উল্লেখ করে এএফপিকে সূত্র জানায়, ‘খনিতে ক্রটির কারণে সংঘটিত বিস্ফোরণে ছয় তাজিক জাতীয় প্রহরী নিহত হন। ’  

দুই দশক আগে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্থান হওয়া তাজিকিস্তান সবচেয়ে দরিদ্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।  
 
সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরই তাজিক প্রেসিডেন্ট ইমুমালি রাখমুনের সমর্থকদের সঙ্গে ইসলামপন্থীদের গৃহযুদ্ধ শুরু হয় এবং হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর ১৯৯৭ সালে এর অবসান হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ