ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় ফেসবুক-ইনস্টাগ্রামে সংবাদ সীমাবদ্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
কানাডায় ফেসবুক-ইনস্টাগ্রামে সংবাদ সীমাবদ্ধ হচ্ছে

অনলাইন সংবাদ বিষয়ক বিতর্কিত একটি আইন পাস হওয়ার পর সেদেশে মেটা নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে (ফেসবুক ও ইনস্টাগ্রাম) ব্যবহারকারীদের জন্য সংবাদ সীমাবদ্ধ করতে যাচ্ছে। খবর বিবিসি

বড় বড় প্ল্যাটফর্মগুলোকে নিজস্ব সাইটে পোস্ট করা কনটেন্টের জন্য সংবাদ প্রকাশকদের অর্থ দেওয়া বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে আইনে।

মেটা ও গুগল উভয়ই ইতোমধ্যে কিছু কানাডিয়ানের খবরের অ্যাক্সেস সীমিত করার পরীক্ষা করছে।

২০২১ সালে একই ধরনের আইনে অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের জন্য সংবাদ দেখা এবং তা শেয়ার করায় প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছিল।  

কানাডায় অনলাইন সংবাদ আইন বৃহস্পতিবার সিনেটে পাস হয়েছে। এই আইনে মেটা ও গুগলের মতো প্ল্যাটফর্মের বাণিজ্যিক চুক্তির জন্য এবং তাদের কনটেন্টের জন্য সংবাদ সংস্থাগুলোকে অর্থ দেওয়ার জন্য প্রয়োজনীয় নিয়মগুলো রাখা হয়েছে।

মেটা বলছে, আইনটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ, যা প্ল্যাটফর্মগুলোর কাজের ধরনের বাস্তবতাকে উপেক্ষা করে।

বৃহস্পতিবার মেটা আরও বলেছে যে, বিলটি কার্যকর হওয়ার আগে, কানাডার সব ব্যবহারকারীর জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদের প্রাপ্যতা শেষ হবে।

অনলাইন সংবাদ আইনটি আগামী ছয় মাসের মধ্যেই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।