ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে দুই শতাধিক নতুন প্রাণের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
পাপুয়া নিউগিনিতে দুই শতাধিক নতুন প্রাণের সন্ধান

পোর্ট মোরেসবি: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ পাপুয়া নিউগিনিতে ২০০ প্রজাতিরও বেশি নতুন প্রাণের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বুধবার কনজারভেশন ইন্টারন্যাশনাল নামের একটি গবেষণা দল এ তথ্য জানিয়েছে।



সন্ধান পাওয়া প্রাণীগুলোর মধ্যে আছে, সাদা লেজের ইঁদুর ও সরু-দীর্ঘ নাকবিশিষ্ট ব্যাঙ, বিভিন্ন কীটপতঙ্গ ইত্যাদি।

পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপ ও সাউদার্ন হাইল্যান্ডের প্রান্তিক অঞ্চলে ছোট উড়োজাহাজ, ডিঙ্গি, হেলিকপ্টার বা পায়ে হেঁটে যেতে যেতে বিরল প্রজাতির স্তন্যপায়ী, উভচর প্রাণী, কীটপতঙ্গ ও উদ্ভিদ পাওয়া গেছে।

আবিষ্কার অভিযানের প্রধান গবেষক স্টিভ রিচার্ডস বার্তাসংস্থা বলেন, ‘লোকজন স্বর্গের পাখির ডাক শুনেছে, গাছে ওঠা ক্যাঙ্গারুর কথা শুনেছে। তবে আপনি যখন আরও কাছ থেকে ছোট প্রাণের দিকে দৃষ্টি দেবেন, তাহলে দেখবেন একটি বিশৃঙ্খল প্রাণবৈচিত্র বিরাজ করছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। ’

পৃথিবীতে বৃষ্টিপ্রধান বনগুলোর প্রথম তিনটির একটিই হচ্ছে পাপুয়া নিউগিনির বন। অন্য দুটির মধ্যে অ্যামাজন ও কঙ্গোর ভূ-ভাগ বয়েছে। রিচার্ডস জানান, এ বনগুলোই প্রাণবৈচিত্রের ‘ভাণ্ডার’।

ইঁদুরটা খুব, খুবই সুন্দর বলেও তিনি মন্তব্য করেন। এর দৈর্ঘ্য মাত্র দুই সেন্টিমিটার। এর গায়ে রয়েছে কতক উজ্জ্বল হলুদ দাগ। এই অভিযানে কেবল মাকড়সা ও কীটপতঙ্গেরই ১০০টা নতুন প্রজাতি পাওয়া গেছে।

বিলপ্তপ্রায় প্রাণীগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সব হতাশার মধ্যে এ ধরনের আবিষ্কার খুব ভালো খবর। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ