ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে ‘নির্লজ্জ’ বলে মার্কিন কংগ্রেসম্যানের টুইট, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মোদিকে ‘নির্লজ্জ’ বলে মার্কিন কংগ্রেসম্যানের টুইট, তোলপাড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের একটি টুইট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই টুইট আবার মোদি রিটুইট করেছেন।

মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়ে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান টিম বার্চেট। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, নির্লজ্জ মোদির সঙ্গে সেলফি। আমি তাকে আমার সই করা একটি বেজবল কার্ড দিয়েছি।

এই টুইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই শুরু হয়েছে। টুইটটি আবার রি-টুইট করে মোদি লিখেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎটা চমৎকার ছিল।  

সম্প্রতি নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।