ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার প্লেনে মলত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার প্লেনে মলত্যাগ

চলন্ত ফ্লাইটের কেবিনেই যাত্রীর মলমূত্র ত্যাগ। এসব কাণ্ডে নষ্ট করেছেন তিনটি আসন।

বিমানকর্মীরা সতর্ক করলেও তা আমলে নেননি। সবশেষে অভিযুক্ত ওই যাত্রীকে দেওয়া হয়েছে পুলিশে।

গত ২৪ জুন এমন ঘটনা ঘটেছে মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ ফ্লাইটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ জুন মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দিল্লিগামী এআইসি ৮৬৬ ফ্লাইটে এক ব্যক্তি নিজের আসন ছেড়ে অন্য আসনে মলত্যাগ করেন। সেখানে প্রস্রাবও করেন। তিনটি আসনে তিনি এসব কাণ্ড ঘটান।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যাত্রী ১৭এফ আসনে ছিলেন। তিনি ৯ডি, ৯ই, ৯এফ আসনে গিয়ে মলত্যাগ ও প্রস্রাব করেন।

যাত্রীর এই কাণ্ড নজরে আসে বিমানকর্মীদের। সঙ্গে সঙ্গে মৌখিকভাবে তাকে সতর্ক করা হয়। পরে যাত্রীর এই কাণ্ড নিয়ে পাইলটকে জানানো হয়। পাইলট এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষকেও জানানো হয় ঘটনার বিষয়ে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাইলট আবেদন করেন, বিমান অবতরণ করলেই যেন অভিযুক্ত ওই যাত্রীকে আটক করা হয়।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির এমন কর্মকাণ্ডে বিরক্ত হন অন্যান্য যাত্রীরা। পেশায় ওই যাত্রী একজন রাঁধুনি। তিনি আফ্রিকায় কাজ করেন।

এদিকে বিমানের পাইলটের অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তকে আদালতেও পেশ করা হয়। তবে সেখানে তিনি জামিন পেয়ে যান। তবে ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঠিক কী কারণে সেই যাত্রী এমন কাণ্ড ঘটিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।