ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানো স্পষ্ট উসকানিমূলক: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
কোরআন পোড়ানো স্পষ্ট উসকানিমূলক: ইইউ ছবি: সংগৃহীত

কোরআন বা অন্য কোনো পবিত্র গ্রন্থ পোড়ানো আপত্তিকর, অসম্মানজনক ও স্পষ্ট উসকানিমূলক কাজ বলে মন্তব্য করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)।  

ইউরোপের ২৭টি দেশ নিয়ে গঠিত সংগঠনটি শনিবার (১ জুলাই) এমন মন্তব্য করে বিবৃতি দিয়েছে।

বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি পুলিশের নিরাপত্তায় মুসলমান পবিত্র গ্রন্থ কোরআনে একটি কপি পুড়িয়ে দেওয়ার পর ইউ’র পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।

বিশ্বব্যাপী মুসলমানদের পালিত প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম হলো ঈদুল আজহা। আর এ উৎসব পালনের সময় এ ঘটনা ঘটে। মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়ে।

ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি বিবৃতিতে বলেছেন, বর্ণবাদ, ধর্মীয় উসকানি ও অসহিষ্ণুতার স্থান ইউরোপে নেই। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।  এ ধরনের হীন কাজ ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই সমর্থন করে না।

তিনি আরও বলেন, এটি খুবই দুঃখজনক যে মুসলিমদের গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদযাপনের সময় এমন কাজ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।