ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় আহত ইউক্রেনীয় লেখিকা মারা গেছেন

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
রাশিয়ার হামলায় আহত ইউক্রেনীয় লেখিকা মারা গেছেন

রাশিয়ার হামলায় পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা মারা গেছেন। গত সপ্তাহে রুশ হামলায় তিনি আহত হয়েছিলেন।

আহত হওয়ার কয়েকদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

সোমবার (৩ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসময় আহত হন ভিক্টোরিয়া অ্যামেলিনা। অ্যামেলিনা যুদ্ধাপরাধ গবেষক ছিলেন। মারা যাওয়া যুদ্ধাপরাধ গবেষকদের মধ্যে তিনি ১৩তম।

ইউক্রেনীয় লেখকদের সংগঠন পিইএন বলেছে, চিকিৎসকরা ‘তার জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষতটি মারাত্মক ছিল’।

এদিকে মানবাধিকার কর্মীরা রাশিয়ার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

হামলার দিন অ্যামেলিনা (৩৭) কলম্বিয়ার সাংবাদিক এবং লেখকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শহরের জনপ্রিয় রিয়া লাউঞ্জে খাবার খাচ্ছিলেন। এসময়ই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই হামলায় আরও ৬০ জন আহত হয়েছেন।

তাকে দ্রুত ডিনিপ্রোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।