ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই অফলাইনে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই অফলাইনে টিকটক

নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে অফলাইনে চলে গেল টিকটক। দেশটিতে ব্যবহারকারীরা অ্যাপে বিশেষ একটি বার্তা দেখতে পাচ্ছেন।

খবর বিবিসির।

ওই বার্তায় বলা হয়েছে, টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন না।

বার্তায় আরও বলা হয়েছে, আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালু করার একটি সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন।

টিকটক আগেই বলেছিল, যদি বিদায়ী বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর না করার আশ্বাস না দেয়, তাহলে তারা রোববার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।

২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার দায়িত্ব নেওয়ার পর টিকটককে নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে তিনি সম্ভবত ৯০ দিনের সময়সীমা দেবেন।

ব্যবহারকারীরা  জানান, অ্যাপটি অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে এবং টিকটক ডট কমে ভিডিও দেখানোও বন্ধ হয়ে গেছে।

নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা হস্তান্তরের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে টিকটকের পক্ষ থেকে আপিল করা হয়।  

গত বছর বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা না করা হলে শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।