ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মোদির বাসভবনের ওপর ড্রোন সদৃশ বস্তু, পুলিশের তল্লাশি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
মোদির বাসভবনের ওপর ড্রোন সদৃশ বস্তু, পুলিশের তল্লাশি  প্রতীকী ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের ওপর সোমবার (৩ জুলাই) সকালে একটি ড্রোন উড়তে দেখা গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের এমন খবরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ।

সোমবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর একটি ‘অপরিচিত উড়ন্ত বস্তু’ সম্পর্কে ফোন কল পায় দিল্লি পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তারা এমন কোনো বস্তুর সন্ধান সেখানে পাননি।

দিল্লি পুলিশ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপ নরেন্দ্র মোদির বাস ভবনের ওপরে নো-ফ্লাই জোনে একটি ড্রোন সদৃশ বস্তু উড়তে দেখে তাদের জানায়। খবর পেয়ে তারা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনো বস্তুর সন্ধান পায়নি।

নয়া দিল্লি পুলিশের উপ-কমিশনার প্রণব তায়াল বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল,  কিন্তু তারাও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।